ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কাজের মান ঠিক না থাকলে বিল দেওয়া বন্ধ: ডা.শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৮:০৯ পিএম

কাজের মান ঠিক না থাকলে বিল দেওয়া বন্ধ: ডা.শাহাদাত

ছবি: রূপালী বাংলাদেশ

কাজের মান ঠিক না থাকলে ঠিকাদরদের বিল দেওয়া হবে না জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা.শাহাদাত হোসেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ঠিকাদাররা যেসব নির্মাণসামগ্রী ব্যবহার করছে তা পরীক্ষা করে নিতে হবে। কেউ নিম্নমানের কাজ করলে বিল দেব না।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে প্রকৌশল ও রাজস্ব সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে সচ্ছল করার পাশাপাশি নগরের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশল ও রাজস্ব বিভাগের নাগরিক সেবামূলক কাজের মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে প্রকৌশল ও রাজস্ব সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ নির্দেশ দেন।

মেয়র বলেন, প্রতিদিন যে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করা হয় সেগুলো থেকে সার উৎপাদন করে আয় করা যায় কিনা তা ভেবে দেখতে হবে। এছাড়া যে সব মেডিকেল বর্জ্য সংগ্রহ করা হয় সেগুলো প্রক্রিয়া করে প্লাস্টিকের দানায় রূপান্তর করে বিক্রি করে আয় বাড়ানো সম্ভব। এ ছাড়া সিটি করপোরেশনের যে সব স্থাপনা থেকে আয় আসা সম্ভব সেগুলো কাজে লাগাতে হবে।

বারইপাড়া খাল খনন প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে মেয়র বলেন, নগরের জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে বারইপাড়া খাল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্প শেষ না হওয়ায় জনগণ খুব কষ্টে আছে৷ দ্রুত এ প্রকল্পটি শেষ করতে হবে। নগরের সড়ক আলোকায়ন বাড়াতে হবে।

সভায় উপস্থিত ছিলেন-প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী  মোহাম্মদ আবুল কাশেম, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের পিডি মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!