ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন এ্যাড. মনজিলা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১২:৩৮ পিএম

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন এ্যাড. মনজিলা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন এডভোকেট মনজিলা। ছবি: রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন এ অন্তবর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।

মাটিরাঙ্গা সদরের মো. আব্দুল মতিন এবং প্রয়াত জরিনা বেগমের পাঁচ কন্যা সন্তানের মধ্যে তৃতীয় 
এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা মাটিরাঙ্গা পাইলট হাই স্কুল থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২০১০ সালে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন।পরবর্তীতে তিনি ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হিসেবে স্বীকৃতি পান। তিনি জুলাই বিপ্লবে আহত এবং শহীদ ছাত্রদের পরিবারকে আইনগত সহযোগিতা প্রদান করেন। ২০২০ সালে তিনি ফেসবুক-ভিত্তিক বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদানকারী গ্রুপ ‘Know Your Rights - অধিকার জানো’ প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জনসাধারণকে আইনি পরামর্শ প্রদান করছেন।

শিক্ষাজীবনে তিনি শিক্ষাক্ষেত্রে ভ্যাট বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ছোটবেলা থেকেই সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং খাগড়াছড়ি সরকারি কলেজে অধ্যয়নকালে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন।

এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষের জন্য কাজ করে তাদের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর এবং জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্বামী একজন দন্তচিকিৎসক।

আরবি/জেডআর

Link copied!