ময়মনসিংহে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, বুধবার রাতে জেলার গফরগাঁও পৌর শহরের কলেজ রোডের আলাল মার্কেটের সামনে থেকে মফিজুল হক এবাদুলকে (৫৪) এবং স্থানীয় জামতলা মোড় এলাকা থেকে রাকিবুল ইসলাম ইমনকে (১৯) আটক করা হয়।
বিজ্ঞতিতে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে তারা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশ লাইন্সের বাউন্ডারির বাইরে থেকে তাদেরকে ১৬০০ মিটার দৌড় ইভেন্টে অংশগ্রহণ না করেই
কৃতকার্য মর্মে সিল প্রদান করার প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে ফরমে কৃতকার্য সিল দেয়। এ ঘটনায় তাৎক্ষণিক ওই ৮ প্রাার্থীকে নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গফরগাঁও ও পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক মফিজুল হক এবাদুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেশী রাকিবুল ইসলাম ইমনকে আটক করা হয়।