ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৪:০৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

লাকসামে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার কুমিল্লা (দক্ষিণ) জেলার স্বনামধন্য সাতটি শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসা, মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজ, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, নাঙ্গলকোটের এআর মডেল স্কুল এবং মন্তলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ মেধাবৃত্তি পরীক্ষায় লাকসাম-মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট  উপজেলার  বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৪হাজার অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওইদিন সকাল থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরিক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। এতে আয়োজক ও অভিভাবকবৃন্দ এ পরিক্ষায় সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের জ্ঞানমূলক পরিক্ষার আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।

মেধাবৃত্তি পরিক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. সফিউল্লাহ, কিশোরকন্ঠ ফাউন্ডেশন কুমিল্লা (দক্ষিণ) জেলা চেয়ারম্যান মু. নজরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাবেক কুমিল্লা জেলা দক্ষিণ  উপদেষ্টা জোবায়ের ফয়সাল, আমিনুল এহসান, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, ইয়াকুব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীগ্রই কিশোরকন্ঠের পেইজে জানানো হবে।