ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ত্রিশালে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৪:৩৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। ত্রিশাল মৎস্য অফিস সূত্রে জানাযায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মৎস্য অফিসের সহকারি মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক, অফিস সহকারি মামুনুর রশিদ ও জহিরুল ইসলামের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয় ত্রিশাল মৎস্য আড়তে। এ সময় রাখাল বাবুর আড়তে অভিযান পরিচালনা করে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে মাছের মালিক জেলার ভালুকা উপজেলার ভিরুনিয়া এলাকার আ. মালেক পালিয়ে যায়।

পরে জব্দকৃত মাছগুলো ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল মৎস্য অফিসের সিনিয়র মৎস্য অফিসার (চলতি দায়িত্ব) সামসুজ্জামান মাসুমের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে রাখা হয়।

জহিরুল ইসলাম জানান, জব্দকৃত মাছের বর্তমান বাজার মূল্য ৬০ (ষাট) হাজার টাকা।

উপস্থিত অনেক ব্যক্তিই জানান, পর্বে এমন তদারকি না থাকায় ত্রিশাল মৎস্য আড়তে অন্য উপজেলা থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল।

মুঠোফোনে অভিযোগ অস্বীার করে ত্রিশাল মৎস্য অফিসের সাবেক সিনিয়র মৎস্য অফিসার তোফায়েল আহমেদ জানান, আমি ত্রিশালে চাকুরি কালীন সময় নিয়মিত আড়ৎ পরিদর্শন করেছি।