ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মিয়ানমার থেকে আনা ক্রিস্টাল মেথ আইসসহ চোরাকারবারি আটক

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৫:২৩ পিএম

মিয়ানমার থেকে আনা ক্রিস্টাল মেথ আইসসহ চোরাকারবারি আটক

ছবি: রূপালী বাংলাদেশ

মিয়ানমার থেকে নাফনদী পার হয়ে পাচার করে আনা ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একজন চোরাকারবারিকে আটক করেছে কক্সবাজারের টেকনাফ বিজিবি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টেকনাফ বড়ইতলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছেন। 

ধৃত মাদক চোরাকারবারি কক্সবাজারের টেকনাফ উপজেলার বড়ইতলী গ্রামের মৃত ফেরদৌসের ছেলে মোঃ আবদুর রহমান (৪৫)।

টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মহিউদ্দীন আহাম্মদ জানিয়েছেন, তথ্য ছিল বৃহস্পতিবার রাতে টেকনাফ বড়ইতলী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান এবং নৌ টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে। 

রাত আনুমানিক ৯টার সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বড়ইতলী এলাকার দিকে আসতে দেখে তাকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তির হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। 

আটক চোরাকারবারিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, দুই বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মহি উদ্দীন আহম্মদ।

আরবি/জেডআর

Link copied!