নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ঠাকুরাকোনা-ঢাকা মহাসড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-সুনামগঞ্জের মধ্যনগর থানার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) এবং একই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।
এই তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জিসানুল হায়দার। তিনি জানান, মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে বাহাদুরকান্দা এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী এম এস ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর জিসানুল হায়দার।
আপনার মতামত লিখুন :