বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, রসুন, আলু ও আদার দাম আকাশচুম্বী। এসব জিনিসের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে প্রতি কেজি আলু ৮০ টাকা, রসুন ২৮০ টাকা ও পেঁয়াজ ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাই তারা হতাশ হয়ে কেজির পরিবর্তে এখন ২৫০ গ্রাম ও ৫শ’ গ্রাম করে কিনে বাড়ি ফিরছেন। হাট-বাজার মনিটরিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করার আহবান জানান ভোক্তা বা ক্রেতা সাধারণ।
আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, মাত্র এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা কেজি, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা
কেজি। ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজির স্থলে বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। আলু প্রকারভেদে ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেমনি ২১০ টাকা কেজির আদা ২৮০ টাকা কেজি, ২২০ টাকা কেজির রসুন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। এছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।