ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ফেনীতে যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি

রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৪:৫৭ পিএম

রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি

ছবি: রূপালী বাংলাদেশ

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন বলেছেন, যারা মানুষের ভাষা বুঝতে অক্ষম; তাদের হাতে কখনো দেশ নিরাপদ থাকবে না। তাই যার কাছে দেশ নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা পরিচালনা করতে পারবে। আমরা সে ধরনের ব্যক্তি চাই। সেজন্য পিআর পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত করে হাত পাকা মার্কা ভোট দিয়ে আগামীর সরকার গঠন কারার জন্য আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলন ফেনী শাখার আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

গত ৫ আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন। তিনি বলেন, রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। হাসিনা সরকার পতনের পর পরই দেশে আরেকটি স্বৈরাচারী দল জুলুম নির্যাতনে লিপ্ত হয়ে উঠে। তারা শুধু খোলস পরিবর্তন করেছে; হাসিনা স্বৈরাচারী দলের মত টেন্ডার বাজি, চাঁদা বাজি, স্ট্যান্ডে দখলদার করে আবারও দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তাদেরকে কঠিন হুশিয়ারী দিচ্ছি; যাতে করে আবার কোন আন্দোলনে নামতে না হয়। সেজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) মাওলানা একেএম আব্দুজ্জাহের আরেফী, ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, দ্বীনি সংগঠন ফেনী জেলা ছদর মাওলানা নুরুল করিম বেলালী, নায়েবে ছদর মুফতি আব্দুর রহমান গিলমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, জেলা যুব আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাওলানা হারুনুর রশীদ, শ্রমিক আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ, ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি এইচ এম নুরুজ্জামান।

এছাড়াও সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল শামীম, সাংগঠনিক সম্পাদক মুফতি আতাউল্লাহ কবীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকীসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরবি/জেডআর

Link copied!