ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ঢাকা উত্তর সিটির গাড়ি থেকে বিয়ার ও গাঁজা জব্দ, আটক ৩

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১২:০৩ পিএম

ঢাকা উত্তর সিটির গাড়ি থেকে বিয়ার ও গাঁজা জব্দ, আটক ৩

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার সিরাজ উদ্দিন সড়কের প্রিন্স হোটেলের নীচ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্টিকার সংবলিত লাল রংয়ের একটি গাড়ি থেকে বিয়ার ও গাঁজা জব্দ করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ। এসময় তিন জনকে আটক করা হয়।

৯ নভেম্বর রাত ১১ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ধারণা উত্তরা সিটি করপোরেশনের স্টিকার ব্যবহার করে এই চক্রটি মাদক কেনা বেচার সঙ্গে জড়িত রয়েছে। মাদক সহ আটককৃতরা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেকানিক আসিফ পিতা বোরহান উদ্দিন খান বাবুল। ঢাকার মিরপুর ২ বসবাস করে। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে। অন্যরা হলেন গাড়ির ড্রাইভার শাহাবুদ্দিন। সে ভোলা জেলার লালমোহন উপজেলার চর উম্মত ইলিশা কান্দি আ. বারেকের ছেলে।

এছাড়া তাদের সহযোগী হিসেবে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গাড়ির ড্রাইভার গোলাম মাওলাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বাড়ি বরগুনার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। তার বাবার নাম শাহআলম।

এ ব্যপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. বশির আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্টিকার লাগানো ঢাকা মেট্রো চ ১১-৭৫৩৬ গাড়ি থেকে ৬টি বিয়ার এবং ১০০ গ্রাম গাঁজা জব্দ সহ ৩জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। 

আরবি/জেডআর

Link copied!