ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আদমদীঘিতে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় সড়ক অবরোধ, লাখ টাকা জরিমান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৩:১১ পিএম

আদমদীঘিতে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় সড়ক অবরোধ, লাখ টাকা জরিমান

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে জয় ফিলিং স্টেশনে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় বিক্ষুদ্ধ গ্রাহকরা মোটরসাইকেলের ব্যারিকেড দিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে আদমদীঘি উপজেলার মুরইল বাজারের জয় ফিলিং স্টেশনে সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ককে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত সাড়ে ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ও নওগাঁর আঞ্চলিক বিএসটিআই অফিসের পরিদর্শক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে জয় ফিলিং স্টেশনকে (পেট্রোল পাম্প) পরিমাপে পেট্রোল কম দেয়ার সত্যতা পাওয়ায় জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিকের এক লাখ টাকা জরিমানা করেন।

জানা যায়, শনিবার দুপুর ২টায় আদমদীঘির বেশ কয়েক জন মোটরসাইকেল চালক ওই পাম্প থেকে পেট্রোল নেন। এসময় পেট্রোল পরিমাপে কম দেয়া হয়েছে বুঝতে পেরে মোটরসাইকেল চালকরা পাম্পের সেলসম্যান শেরেকুল ইসলামের নিকট প্রতিবাদ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোটরসাইকেল চালকসহ অন্যান্যরা জয় ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

এসয় বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে রাত সাড়ে আটটায় ইউএনও রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিকের এক লাখ টাকা জরিমানা করেন।

আরবি/ এইচএম

Link copied!