ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামে বাস চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৭:০৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রাম পৌরসভার নাজিরা পচার মসজিদ এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে যাত্রীবাহী বাসচাপায় শামসুল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।  এসময় মোটর সাইকেলে থাকা আরেক আরোহী নিহতের বড় ভাই কাশেমও (৪০) আহত হয়। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি দূরপাল্লার বাস পৌর এলাকার নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু‍‍`পক্ষই বসে মিমাংসার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।