১০ নভেম্বর ২০২৪ তারিখ জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বরগুনা জেলা স্কুল পরিদর্শন করেন। গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর বরগুনা জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর বরগুনার শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন সময় বিদ্যালয় পরিদর্শন করে থাকেন। এমনকি জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্হার উন্নতি করণে জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের জেলা উন্নয়ন সমন্বয় সভায় তাগিদ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি বরগুনার বৃহৎ বিদ্যাপীঠ বরগুনা জেলা স্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং পড়াশোনায় মনোনিবেশ করে নিজেরদের সৎ, দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেন। শিক্ষা জীবন মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি ছাত্রদের সময়ের সঠিক ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করেন।
তিনি এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণের সাথেও মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষকগণকে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী ও উৎসাহী করে তোলার লক্ষ্যে গতানুগতিক পাঠদানের বদলে আধুনিক ও অংশগ্রহণমূলক পাঠদান কার্যক্রম গ্রহণ করার ব্যাপারে পরামর্শ দান করেন।
আপনার মতামত লিখুন :