ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৯:২৯ পিএম

শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে এক মুদি দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিন মাল (৬০) একই এলাকার মৃত দেলেয়ার মালের ছেলে ও অভিযুক্ত স্বপন মোল্লা ওই এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় গুয়াতলা এলাকার ‘তারা জামে মসজিদ’-এ মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মুদি দোকানী আশরাফ উদ্দিন মাল। আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশি স্বপন মোল্লা লাঠিশোঠা নিয়ে আশরাফের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশরাফকে পিটিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্বপন। মুদি দোকানীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত স্বপন মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আশরাফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে শিবচর থানা পুলিশ।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন মালের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশি স্বপন মোল্লার। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে আশরাফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বপন মোল্লা। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানা গেছে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!