ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শিবচ‌রে আ.লীগ নেতাকে গণধোলাই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত

মাদারীপু‌রের শিবচ‌রে আওয়ামী লীগ নেতা‌কে গণধোলাই দি‌য়ে জখম ক‌রে‌ছে এলাকার লোকজন। শ‌নিবার রা‌তে উপ‌জেলার মাদবরচর সা‌ড়ে বিশ র‌শি এলাকায় এঘটনা ঘ‌টে। 

গন‌ধোলাই‌তে গুরতর আহত ক‌হিনুর মাদবর‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে প্রেরন ক‌রে‌ছে চি‌কিৎসক। আহত ক‌হিনুর মাদবরচর ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের আইন বিষয়ক সম্পাদক ব‌লে জানান প্রতিপ‌ক্ষের লোকজন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, গণধোলাই‌তে আহত ক‌হিনুর মাদবর, ফারুক মাদবরসহ ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের নেতারা ৫ আগ‌স্টের পর গা ঢাকা দেন। বেশ কিছু‌দিন ধ‌রে পলাতক আওয়ামী লী‌গের নেতা ক‌হিনুর মাদবরসহ তা‌দের নেতারা এলাকায় এ‌সে ত্রা‌সের রাজত্ব শুরু ক‌রেন। এলাকাবাসী ক্ষিপ্ত হ‌য়ে শ‌নিবার রা‌তে ক‌হিনুর মাদবর‌, ফারুক মাদবরসহ নেতা‌দের মারধর ক‌রেন। এ‌তে ক‌হিনুর গুরুতর আহত হয়। আহত ক‌হিনুর মাদবর‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকা মে‌ডি‌কে‌লে প্রেরন করা হয়।

এলাকাবাসী সুমন হো‌সেন জানান, স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর থেকেই পালাতক ছিল ক‌হিনুর মাদবরসহ তার লোকজন। হঠাৎ করে এলাকায় এসে আবার আগের ক্ষমতার প্রভাব দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগের নেতা। দীর্ঘদিন পর এলাকায় প্রবেশ করার পরে জনগণের ক্ষিপ্ত হয়ে তাদের গণধোলাই দিয়েছে ব‌লে জানান স্থানীয়রা।

আহত ফারুক মাদবর জানান, তারা যেটা ব‌লে‌ছেন সেটা সম্পূর্ণ মিথ‌্যা ও বা‌নোয়াট। প্রতিপ‌ক্ষের সা‌থে টাকা পাওনা নি‌য়ে বি‌রো‌ধে ক‌হিনুর মাদবর‌কে মারধর ক‌রে গুরুতর আহত ক‌রে।

শিবচর থানা অফিসার ইনচার্জ মোক্তার হো‌সেন জানান, মাদবরচ‌রে এক‌টি মারামা‌রির ঘটনা ঘ‌টে। এ‌তে ফারুক মাদবর না‌মের একজন গুরুতর আহত হয়। এ বিষয় থানায় এক‌টি অ‌ভি‌যোগ ক‌রে‌ছে আহত ফারু‌কের প‌রিবার।