ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বিএনপির মোশারফের বিরুদ্ধে ষড়যন্ত্র, অনুতপ্ত ব্যবসায়ী

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:৩৯ পিএম

বিএনপির মোশারফের বিরুদ্ধে  ষড়যন্ত্র, অনুতপ্ত ব্যবসায়ী

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। বগুড়ার শেরপুর উপজেলায় এই নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ করা ইটভাটা ব্যবসায়ী ফিরোজ আলী অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করেছেন। তার দাবি, একটি মহলের বিভ্রান্তিতে ভুল বুঝাবুঝি হয়।

সোমবার (১১ নভেম্বর) সাবেক এমপি মোশারফ হোসেনের পক্ষে শেরপুর উপজেলায় আরেকটি সংবাদ সম্মেলন করেন ইটভাটা ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সহ সভাপতি ফিরোজ আলী। তিনি লিখিত বক্তব্যে বলেন, একটি পক্ষের ষড়যন্ত্র বুঝতে না পেরে বিএনপি নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অর্জিত সম্মানে দাগ লাগানোর চেষ্টা করেছেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য সাবেক এমপি মোশারফ হোসেন এবং বিএনপির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৯ অক্টোবর আরআরবি ইটভাটার পরিচালক বিএনপি নেতা ফিরোজ আলী শেরপুরে সংবাদ সম্মেলন করেছিলেন। তার অভিযোগ ছিল, দলীয় নেতাদের মধ্য থেকে কতিপয় ব্যক্তিরা তার ইটভাটা ব্যবসা বন্ধের হুমকি দিয়েছে। ইটভাটার খোলায় সিমেন্টের খুঁটি পুঁতে সীমানা আঁকায় সমস্যার মুখে পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বগুড়া-৪ আসনের বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনকে জড়িয়ে জমি কেনার অভিযোগ করেন ফিরোজ। এনিয়ে শুরু হয় অপতৎপরতা। অবশেষে সংবাদ সম্মেলনের সেই অভিযোগ মিথ্যা উল্লেখসহ ভুল স্বীকার করে পুনরায় সংবাদ সম্মেলন করেছেন ফিরোজ আলী।  


 

আরবি/জেডআর

Link copied!