ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

কাহালুতে বিনামূল্যে বীজ, সার ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:৫২ পিএম

কাহালুতে বিনামূল্যে বীজ, সার ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

১১ নভেম্বর সোমবার সকাল ১১টায় এই সকল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ ।

উদ্বোধনী দিনে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার সরবরাহ করা হয়।কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ ও ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ওপ্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার সরবরাহ করা হচ্ছে।আর এটা যেন সঠিকভাবে জমিতে রোপন করা হয়। এই রোপণের ফলে আমরা সকলে উপকৃত হব দেশ উপকৃত হবে  সরকারের এই প্রণোদনা কর্মসূচি তখন সফল  বাস্তবায়ন হয়েছে বলে মনে হবে। ফসলের শত্রু ইঁদুর নিধন করতে হবে আজকে এখানে প্রায় ১ হাজার কৃষক উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেকে একটি করে ইঁদুর নিধন করব বলে প্রতিজ্ঞা  করতে হবে। বক্তব্য  রাখেন  উপজেলা পঃ পঃ অফিসার ডা. নীল রতন দেব।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মীর কাসেম আলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তানভীর হাসান। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ  কর্মকর্তা মো. মাসুদ রানা  কৃষকরা।

উল্লেখ্য, কাহালু উপজেলার মোট ৪ হাজার৩৯০ জন কৃষককে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ৩০ জন,গম ১১০ জন, ভূট্টা ১৫০ জন, মুগ ১০ জন, শীতকালীন পেঁয়াজ ২০ জন, মসুর ৬০ জন, খেসারি ১০ জন,বীজ ও ১০ কেজি ডিএপি ১০, এমওপি ১০ কেজি মোট ২০ কেজি রাসায়নিক  তুলে দেওয়া হয়। 

আরবি/জেডআর

Link copied!