ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

কিশোরগঞ্জে ধান ক্ষেত থেকে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৭:৪৮ পিএম

কিশোরগঞ্জে ধান ক্ষেত থেকে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জে ধানক্ষেত থেকে আল আমিন (১৫) নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল আমিন তাড়াইল উপজেলার সাচাইল ইউনিয়নের বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মো. রুবেল মিয়া বলেন, রবিবার দুপুরের খাবার খেয়ে আল আমিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে বিকেলের দিকে সর্বশেষ মোবাইল ফোনে বড় বোনের সঙ্গে যোগাযোগ হয় তার। প্রতিদিন সন্ধ্যার আগে অটো নিয়ে বাড়িতে ফিরত সে। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। আজ সকাল সাড়ে ৮ টার দিকে মানুষের কাছে শুনতে পাই ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। এসে দেখি আমার ছোট ভাই আল আমিনের লাশ। আমরা ধারণা করছি, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দাবি জানাই।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি নেওয়ার জন্যই তাকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আরবি/জেডআর

Link copied!