ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

শিবচরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৯:৪৬ পিএম

শিবচরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত ও  উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম-হিরু মাতুব্বর (৩৫)। তিনি একই এলাকার এসকেন্দার মাতুব্বরের ছেলে। হিরু রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। রোববার রাতেও এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন আজ দুপুর ২ টার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবার সংঘর্ষে জড়ান। এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাঁকে একা পেয়ে কুপিয়ে জখম করেন টুকু ফরাজির লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের পর বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও শিবচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্ত্রী রোজিনা বলেন, লোকজনের কাছে শুনতে পাই আমার স্বামীকে ধরে নিয়ে গেছে টুকু ফরাজির লোকজন। তারপর ঘর দৌড়ে গিয়ে দেখি আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। পুকুর থেকে আনতেই দেখি আর নাই।আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরবি/জেডআর

Link copied!