ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

প্রেমিকা আনলেন নুডুলস, খেয়ে প্রাণ হারালেন প্রেমিক কলেজছাত্র!

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০১:৩০ পিএম
ছবি: সংগৃহীত

কথিক প্রেমিকা বাসা থেকে নুডুলস নিয়ে আসেন প্রেমিকের জন্য। প্রেমিকা ভালোবেসে খাবার এনেছে আর প্রেমিক তা খাবে না, তা কি হয়! বেশ স্বাচ্ছন্দ্যেই প্রেমিক খেয়েছিলেন সেই নুডুলস। তবে তিনি জানতেন না যে, সেই নুডুলস খাওয়াই কাল হতে পারে তার জন্য। আর হয়েছেও তাই। প্রেমিকার আনা সেই নুডুলস খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রেমিক কলেজছাত্র সজল দেবনাথ (১৯)।

এমন ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। সজলের এমন রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। তিনি ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঝালকাঠি সদরের জেলেপাড়া এলাকার বাসিন্দা সনাতন দেবনাথের ছোট ছেলে।

সজলের পরিবার জানায়, রোববার রাতে জগদ্ধাত্রী পূজার উৎসবে অংশ নিয়ে সজল বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ অস্বাভাবিক আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে দেখেন, সজলের পা বাঁধা অবস্থায় এবং তার কথিত প্রেমিকা খাটের নিচে লুকিয়ে আছেন। দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সজলের বড় বোন অভিযোগ করেন, কথিত এক প্রেমিকা তার বাসা থেকে সজলের জন্য নুডুলস নিয়ে আসেন, যা খাওয়ার পরই সজলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের ধারণা, নুডুলসে কোনো বিষাক্ত পদার্থ থাকতে পারে, যা সজলের মৃত্যুর কারণ হতে পারে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এটিএম মেহেদী হাসান সামি জানান, গভীর রাতে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ চিকিৎসা করা হলেও সজলকে বাঁচানো সম্ভব হয়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব নয়।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।