শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৪:২৩ পিএম

চলনবিলে সরিষা চাষের লক্ষ্যপূরণ শঙ্কায়

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৪:২৩ পিএম

চলনবিলে সরিষা চাষের লক্ষ্যপূরণ শঙ্কায়

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের চলনবিলে পানি আটকে থাকায় শত শত হেক্টর জমিতে রবি শস্য সরিষা চাষ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে অপরিকল্পিত সেতু নির্মান এবং মাছ ধরার সুতি জালের কারনে, পানির স্বাভাবিক প্রবাহ ব্যহত হয়ে, ধীর গতিতে পানি কমছে। এতে সরিষা চাষের জন্য প্রস্তুত করা যাচ্ছে না জমি। আগামী ১৫ দিনের মধ্যে বিলের পানি না নামলে এবছর ১৪ হাজার ৫৭৬ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। দ্রুতই পানি অপসারনের দাবি করেন কৃষকরা।

কৃষি বিভাগ বলছে, উৎপাদন লক্ষ্যমাত্রা পুরনে বিনা চাষে সরিষা আবাদ বাড়াতে কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে।

চলতি বছর দুই দফায় ডুবেছে চলনবিল। সময় গড়িয়ে গেলেও বিলে ঢুকে পরা পানি এখনও বের হতে পারেনি। সেই পানির নিচে রয়েছে চলনবিলের প্রায় ২ লাখ হেক্টর ফসলি জমি। এসব জমিতে সরিষা চাষ করা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। অনেকে হাল ছেড়ে দিয়েছে রবিশস্য বপনের। 

সিংড়া উপজেলার তেলিগ্রামের কৃষক আবুল কাশেম বলেন, সময় মত পানি নামলে চলন বিলে দু‍‍`টি ফসল হয়। পানি নামার সাথে সাথেই সরিষা বপন করা হত। সরিষার পরে ধান চাষ করা হয়। বন্যার পানিতে জমি প্লবাবিত হয়, এসব জমিতে রবিশস্য সরিষার ফলন ভাল হয়। কিন্তু এবার পানি নামছে ধীর গতিতে। ফলে রবিশস্য সরিষা চাষ সম্ভব হচ্ছে না।

আরেক কৃষক আব্দুল আজিজ বলেন, অপরিকল্পি সেতু নির্মান, মাছ ধরার সুতি জালের কারনেও বাঁধাগ্রস্থ হচ্ছে পানি প্রবাহ। ফলে পানি না নামায় এবার আর সরিষা সম্ভব নয়।

বিলদহরের কৃষক আব্দুল মালেক বলেন, এ বছর পানি নামছে ধীরে। ফলে দেরি হবে সরিষা আবাদের। অন্য বছর এই সময়ে, ফুল ধরতে শুরু করত, বিলের উপড়ের জমিগুলোতে। এবার তা হয় নি।

পানি নামতে দেরির কথা জানিয়ে নাটোরের  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, চাষের লক্ষ্যমাত্রা পূরনে বিনা চাষে সরিষা বপনে কৃষদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সঙ্কা আছে লক্ষমাত্রা পুরণ নিয়ে।

আরবি/জেডআর

Link copied!