ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

কামারখন্দে মহিলা লীগের সাধারণ সম্পাদক শম্পা গ্রেপ্তার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৪:৪৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার জামতৈল এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বিশেষ অভিযানের মাধ্যমে গভীর রাতে শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তাকে পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।