ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে ডিমের আড়তে গুলি ছুঁড়ে টাকা লুট, বরগুনা থেকে ধরলেন পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:৩৯ পিএম

চট্টগ্রামে ডিমের আড়তে গুলি ছুঁড়ে টাকা লুট, বরগুনা থেকে ধরলেন পুলিশ

ছবি: রূপালী বাংলাদেশ

 চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে ডিমের আড়তে গুলি ছুঁড়ে ৮০ হাজার টাকা লুটের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনছুর আহমদ নামে এক সন্ত্রাসীকে বরগুনা থেকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। ১১ নভেম্বর, সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) (নি.) নুরুল ইসলাম দিপু।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বরগুনা থেকে সন্ত্রাসী মনছুরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর মনছুরকে খুলশী থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।

তার দেওয়া তথ্যমতে, খুলশী থানাধীন রেলওয়ের ক্যান্টিন গেইটস্থ কালভার্টের পাশে নালার মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো একটি দেশীয় এলজি ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এই ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

গ্রেফতার মনছুর নগরের পাহাড়তলীর দুলালাবাদ এলাকার জমির আহাম্মদের ছেলে এবং পাহাড়তলীর সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সাবের আহমদের অনুসারী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন যাবৎ ১৫ থেকে ২০ জনের দল গঠন করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন।

গত ২৩ আগস্ট দিনগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তে গুলি ছুঁড়ে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় মনছুর ও তার দল। সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই ডিমের আড়তে হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়েন মনছুর ও তার তিন সহযোগী। পরে দোকানের ক্যাশ থেকে তারা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় ফাঁকা গুলি ছোঁড়েন, যাতে কেউ এগিয়ে আসতে না পারেন।

পুলিশ সূত্র জানায়, মনছুর পাহাড়তলী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তে রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাসুদ রানাকে খুনের মামলার আসামি এই মনছুর। টাকা লুট করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়। এ ঘটনার পর অস্ত্র-গুলিসহ মনছুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি বিচারাধীন।
 

আরবি/জেডআর

Link copied!