ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৬:২৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক উদ্ধার কার্যক্রম চালাচ্ছে পুলিশ। বগুড়ায় মাদক বিরোধী অভিযানে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫শ‍‍` পিস এ্যাম্পল মাদকদ্রব্য বুপ্রিনরপিন এবং ১২ বোতল ফেন্সিডিল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী । 

মঙ্গলবার (১২ নভেম্বর) বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, শিবগঞ্জ থানা এলাকার মোকামতলা রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের তৎপরতায় মাদকদ্রব্যসহ হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা-দিনাজপুরের হাকিমপুর বড়চেংগ্রাম নওনাপাড়ার বিপ্লব হোসেনের স্ত্রী ও মতিউর রহমানের কন্যা মুক্তা বানু (৩৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদি ভিটিপাড়ার মৃত মোক্তার উদ্দিনের ছেলে মোস্তফা (৩২)। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।