ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সুুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাফুর বাহিনী অস্ত্র ও গুলিসহ আটক

দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:৪৪ পিএম

সুুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাফুর বাহিনী অস্ত্র ও গুলিসহ আটক

ছবি: রূপালী বাংলাদেশ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাফুর বাহিনীর প্রধান আসাফুর(৩৫)সহ ২ জন বনদস্যু, ২টি দেশি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার। জেলেদের মাঝে স্বস্তির নিশ্বাস। গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা ও নলিয়ান কোস্টগার্ড যৌথ ভাবে অভিযান পরিচালনা করে দাকোপের ঠাকুরবাড়ি খেয়াঘাট নামক স্থান থেকে বনদস্যুদের আটক করে। বনদস্যুরা বাজার সওদা নিয়ে নৌকাযোগে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় বনদস্যুদের আটক করে সুতারখালী হাকিম মল্লিকের বাড়ির সামনে গোল বাগানের ভেতর থেকে ২ টি দেশি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড। দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুতা করে আসছিল বনদস্যু আসাফুর। চলতি বছর তার অত্যাচারে জেলেরা অতিষ্ট হয়ে পড়ে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক দফায় আটক হলেও অজানা ইশারায় মুক্ত হয়ে এসে অপরাধ জগতের কিংবনে যান। তার আটকের খবর পেয়ে সুন্দরবনের জেলে ও এলাকাবাসী সস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছে। এ নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের হাতে ২ জন এবং র‌্যাব-৬ এর হাতে ২ জন বনদস্যু ২ সপ্তাহের ব্যাবধানে আটক হয়েছে। দীর্ঘদিন পরে সুন্দরবনের ৩ টি বাহিনীর মধ্যে শরিফ ও মঞ্জুর বাহিনী দস্যুতা করে চলেছে।

জেলেরা জানান, প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকলে অচিরেই সুন্দরবন থেকে বনদস্যু নির্মুল করা সম্ভব।

তারা আরও জানান, ডিপো মালিকরা এসব বনদস্যুদের বাজার সওদা সরবরাহসহ নানা ধরনের সহযোগিতা করে থাকে। এ সিন্ডিকেটের কারনে সাধারণ জেলেরা জিম্মি হয়ে পড়েছে।

আরবি/জেডআর

Link copied!