ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বিদেশ যেতে ভাইঝিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৩:৫১ পিএম

বিদেশ যেতে ভাইঝিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ২

ছবি : রূপালী বাংলাদেশ

বিদেশে যাওয়ার টাকা জোগাড়ের জন্য বন্ধুর সহযোগিতায় শিশু ভাইঝিকে অপহরণ করে আপন চাচা। অপহরণের দু‘দিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড থেকে অপহৃত শিশুকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) সকালে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবজিত পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামুর ফতেখারকুল ইউনিযনের ২ নং ওয়ার্ডের অফিসের চর সিকদার পাড়া গ্রামের মো. নুরুল আবছারের ছেলে ও অপহৃতের চাচা হাসনাইনুল হক প্রকাশ নাঈম (২৩) ও একই ইউপির ১ নং ওয়ার্ডের পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের আব্দুস সোবাহনের ছেলে মো. শাহীন (২৫)।

সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবজিত পাল জানান, ১০ নভেম্বর সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদারপাড়া এলাকার এমদাদুল উলুম মাদ্রাসা গেইটের সামনে থেকে অজ্ঞাত অপহরণকারীরা একই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে আফিয়া জান্নাত আরোয়াকে (৮) সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। পরে চক্রটি একই দিন বেলা ১১টার দিকে ভুক্তভোগীর মায়ের মোবাইল নম্বরে কল করে ৫ লাখ টাকা  মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না দিলে অপহৃত শিশুটিকে পাচারকারীদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করে দিবে অথবা হত্যা করে মরদেহ গুম করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১১ নভেম্বর রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব মুখপাত্র বলেন, গ্রেপ্তারকৃতরা দুজন বন্ধু। এর মধ্যে নাঈম বিদেশ যাওয়ার জন্য পরিবারের কাছে টাকা চাইলে টাকা না দেয়ায় বন্ধু শাহীনকে নিয়ে আপন ভাতিজিকে অপহরণের পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনযায়ী ঘটনার দিন ভুক্তভোগী মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজিতে তুলে কুতুপালং নিয়ে যায়।

এরপর পরিবারে কাছে মুক্তিপণ দাবী করার পাশাপাশি ভুক্তভোগীর শরীরে নকল ব্যান্ডেজ লাগিয়ে ছবি তুলে পরিবারের কাছে পাঠানো হয়। পরিবারের কাছ থেকে প্রথম কিস্তির ৭০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য কুতুপালং থেকে কক্সবাজারের লিংক রোড এলাকায় আসলে র‌্যাবের হাতে তারা গ্রেপ্তার হয়।

পরে ভুক্তভোগীসহ অপহরণকারীদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরবি/ এইচএম

Link copied!