ময়মনসিংহের নান্দাইলে ব্রি ধান- ৮৭ জাতের রোপা আমন ধানের রাজস্ব প্রদর্শনীর শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নান্দাইল ইউনিয়নের রসুলপুর ব্লকে কৃষক রজব আলীর ক্ষেতে শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রসুলপুর ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলকিস আক্তার, মো. মাহমুদুল হাসান সুমন, শিক্ষার্থী মো. রাহিক আহমেদ খান, কৃষক রজব আলী প্রমুখ।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বলেন, এবছর উপজেলায় ২২ হাজার ৪১০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :