ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাণীশংকৈলে সার-বীজ বিতরণ

তাহেরুল ইসলাম তামিম, রাণীশংকৈল

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৬:৪৭ পিএম

রাণীশংকৈলে সার-বীজ বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্রা শীতকালীন পেয়াজ ও চিনাবাদাম উৎপাদন ও বৃদ্ধির লক্ষে ৯ হাজার ৬৫০ জনের কৃষকের মাঝে পর্যায়ক্রমে এ বীজ বিতরণ করা হবে।

এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী রজব আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মরিুজ্জামান মনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মোহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডিসহ সাংবাদিক কৃষক কৃষাণীরা।

আরবি/জেডআর

Link copied!