ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

খাগড়াছড়ি আ.লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ গ্রেপ্তার ৪

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:৩৮ পিএম
আটক আওয়ামী লীগ নেতা মো. দিদারুল আলম। ছবি: রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিদারুল আলমসহ চারজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত চার জনের মধ্যে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজ ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল জলিলের নাম জানা গেলেও অপর একজনের নাম জানা যায়নি।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আওয়ামী লীগ নেতা মো. দিদারুল আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আনতে খাগড়াছড়ি জেলা পুলিশের একটি টিম চট্টগ্রামের উদ্দেশ্য রওনা করেছে।