ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চৌগাছায় ২৪০ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:৫৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় দিছার স্টোর ও মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামে দুটি দোকান থেকে ২৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে শহরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা। এসময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক (এডি) শৌমেন মৈত্র, পরিদর্শক জাহিদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানকালে শহরের দিছার স্টোরের মালিক জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং মেসার্স শাওন এন্টার প্রাইজের মালিক আব্দুল মজিদের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় দুই দোকান থাকা নিষিদ্ধ ২৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫২ হাজার টাকা।

আদালতের বিচারক ও ইউএনও সাহা বলেন, দুই দোকানে অভিযান চালিয়ে ২৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ কারণে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে জানান তিনি।