ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আমলাতন্ত্রটা সবসময় দূরত্ব বজায় রেখে চলতো: উপদেষ্টা আসিফ মাহমুদ

মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০১:৪৮ এএম

আমলাতন্ত্রটা সবসময় দূরত্ব বজায় রেখে চলতো: উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি: রূপালী বাংলাদেশ

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্রটা জনগণের সাথে দুরত্ব বজায় রেখে চলতো। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সকল কর্মকর্তারা। এজন্য তারা যেন জনগনের পাশে থেকে কাঙ্খিত সেবাটা দেন। কোন প্রভুমূলত্ব জায়গায় না থেকে। দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগনের এজন্য আমরা কাজ করছি, যাতে কেউ বলতে না পারে কোন সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।

তিনি বুধবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে আগামী ১৭ নভেম্বর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এসকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্য বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই অঞ্চলে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের পথ মওলানা ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২৪ শে এতো রক্তের পরেও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই আমাদের সংগ্রাম শেষ হয় নাই।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ, কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরবি/জেডআর

Link copied!