ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০২:৩০ পিএম

সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে 

জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির অংশ হিসাবে বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। 

এ সময় ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই আগামী দিনে ছাত্র রাজনীতি পরিচালিত হবে। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরজমিনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছি। শিক্ষার্থীরা কেমন ক্যাম্পাস চায় তা জানার চেষ্টা করছি। 

তারা আরো বলেন, মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জননেতা তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলো এবং থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো সন্ত্রাস ও অস্ত্রের রাজনীতি ছাত্রদল করে না। ছাত্রদল কলমের রাজনীতি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।  

মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর সানি, ঢাকা বিশ্ববিদ্যালয় (এফ এম) হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান, জহুরুল হক হল ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাফওয়ান হাসান তামিম, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি সুমন পারভেজ, জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল আলিম সবুজ, সদস্য সচিব মানিক মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ মিয়াসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় শিক্ষার্থীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। 

আরবি/জেডআর

Link copied!