ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জয়পুরহাটে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:১৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামে এক চালককে হত্যার করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন  এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বের হবার পর রাতে আর বাড়ি ফেরেননি দিলীপ চন্দ্র। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। বৃহস্পতিবার  সকালে স্থানীয়রা একটি আখক্ষেতে মরদেহ দেখে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কিছু তথ্য মিলেছে, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।