ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ঝিকরগাছায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাড়িতে চুরি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৩২ পিএম

ঝিকরগাছায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাড়িতে চুরি

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের বাড়িতে চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাড়ির কেয়ারটেকার চুরির ঘটনা জানতে পারেন। তবে বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে কিনা সেটা বলতে পারিনি কেয়ারটেকার জোসনা বেগম। পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের বাড়িতে চুরি হয়। প্রতিমন্ত্রী ঢাকায় থাকার থাকার কারণে মাঝে মধ্যে পরিবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বাকি সময় তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় থাকে। বাড়ির কেয়ারটেকার হিসেবে জোসনা বেগম (৩৫) দেখাশোনা করেন।

কেয়ারটেকার জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে স্যারের বাড়ির বৈদ্যুতিক লাইট বন্ধ করতে আসি। ঘরের দরজা খুলে দেখি ঘরের ভিতরে রাখা আলমারি জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। বাড়ির আশেপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানাই এবং বাড়ির বেলকনির তালা কাটা দেখতে পাই। বাড়ির মালিক না থাকায় তাদের কি পরিমান জিনিসপত্র, অর্থ বা স্বর্ণালংকার চুরি হয়েছে তা কিছুই বলতে পারবো না।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাড়িতে চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা বাড়িতে না থাকায় থানায় কোনো করা হয়নি।

আরবি/ এইচএম

Link copied!