ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মধ্যনগর থেকে নিখোঁজ দুই তরুণী ঢাকার ডেমরা থেকে উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০১:৫৪ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের মধ্যনগরে চান্দালিপাড়া গ্রামের মরজিনা (১৬) এবং আকলিমা (১৬) নামের দুই তরুণী গত ৪ নভেম্বর   সকাল ১০ টায় সময় কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি হইতে বাহির হইয়া যায়। ঐদিন তাহারা আর বাড়িতে ফেরত না আসায় অনেক খোঁজাখুঁজি করিয়া তাহাদের পাওয়া যায় নাই। পরবর্তীতে গত ১০ নভেম্বর মো. আলম মিয়া (৩৫), পিতা. মো. জাকির হোসেন (৩৪) মধ্যনগর থানাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন।

মধ্যনগর থানা অফিসার ইনচার্জ মো. সজীব রহমান, এস আই মো. আলমগীর হোসেন, এসআই তপন চন্দ্র দাসের যৌথ প্রচেষ্টায় এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৩ নভেম্বর বিকালে ৪ টায় সময় ঢাকা মেট্রোপলিটন এলাকাধীন ডেমরা থানাস্থ সারুলিয়া এলাকা হইতে উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃ্ত মরজিনা ও আকলিমাকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন।