বগুড়ায় একটি প্রাইভেট-কার তল্লাশি করে মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় হাতেনাতে ওমর ফারুক (৩৫) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সে শাজাহানপুর উপজেলার ডোমন পুকুর ঠিকাদারপাড়ার ইউনুছ আলীর ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট-কার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের ঠনঠনিয়া এলাকার বগুড়া ফায়ার সার্ভিস দপ্তরের সামনে মাদক বিরোধী অভিযান চালায় জেলা পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি প্রাইভেট-কারের গতিরোধ করে। তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ২৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :