৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বন্ধ হয়ে যায় সিরাজগঞ্জ ঢাকা রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।
৩মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হলো সিরাজগঞ্জ ঢাকা রুটের একমাত্র এই ট্রেনটি।
আজ ভোর ৬টায় ট্রেনের হুইসেল বাজিয়ে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা করা হয়। তবে ছুটির দিন হওয়ার যাত্রী তুলনামূলক কম ছিল।
এর আগে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান, সভা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। আজ ট্রেনটি পুনরায় চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
সুমন রহমান নামের এক যাত্রী জানান, সিরাজগঞ্জ একসময় ট্রেনের শহর ছিল। কিন্তু বর্তমান সেই ঐতিহ্য আর নেই। সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের একটা ট্রেন ছিলো সেটাও বন্ধ হয়ে গিয়েছিলো। আজ সেটা পুনরায় চালু হলো। ট্রেনটি চালুর মাধ্যমে সিরাজগঞ্জবাসী উপকৃত হবে।
আরেক যাত্রী বিপুল কুমার জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আজ থেকে আবার চালু হলো। এই ট্রেনের মাধ্যমে যাত্রী পরিবহনের পাশাপাশি ব্যবসায়ীরাও বেশ সুবিধা পাবে। তবে ট্রেনটি আরো আধুনিকায়ন করা হলে যাত্রী চাহিদা আরো বাড়বে।
এসময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
তিনি বলেন, ৩ মাস বন্ধ থাকার পর আজ সিরাজগঞ্জ ঢাকা রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হলো। এটা আমাদের সিরাজগঞ্জবাসীর জন্য খুবই আনন্দের। আমরা যে দাবী উপস্থাপন করেছিলাম সেই দাবি বাস্তবায়িত হয়েছে।
এছাড়াও আমরা এই ট্রেনটি যত্রতত্র ক্রসিং, এসি কামরা সংযোজনসহ বেশ কিছু দাবি তুলে ধরেছি। সবমিলিয়ে আজ যাত্রীদের মধ্যে যে উৎসাহ আনন্দ দেখলাম তাতে আমিও আনন্দিত ও উচ্ছ্বসিত।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, প্রায় ৩ মাস বন্ধ থাকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় আজ চালু হলো। ট্রেনটি পূর্বের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এছাড়াওও ক্ষতিগ্রস্ত স্টেশনও মেরামত করা হবে। ট্রেনটির শীতাতপনিয়ন্ত্রিত কামরা সংযোজন, ক্রসিং সহ ট্রেন আধুনিকায়ের জন্য চেষ্টা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :