বরগুনার বামনা উপজেলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে মাদক সম্রাজ্ঞী সালমা মাদক কারবারি মোস্তফা কামাল খোকনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১২৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৫ হাজার টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়।
বামনা নৌবাহিনী কন্টিনজেন্ট আজ শুক্রবার বেলা ১২টার সময় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং করেন বরগুনা নৌ কন্টিনজেন্ট অধিনায়ক কমান্ডার শহিদুল ইসলাম। যৌথবাহিনীর অভিযানের নেতৃত্বে ছিলেন লে. কমান্ডার মেহেদী হাসান।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করতে সক্ষম হয় যৌথ অভিযানে। অভিযানে নৌ বাহিনীর সঙ্গে বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ সহ পুলিশের একটি দল অংশ গ্রহণ করে।
অভিযানে বৃহস্পতিবার রাতে বামানা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মোস্তফা কামাল খোকনের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় তল্লাশি চালিয়ে তারা ৪৭০ পিস ইয়াবা ও নগদ ৫৫ হাজার টাকা এবং দুটি মোবাইল জব্দ করে। রাতেই যৌথবাহিনীর দলটি অপর আরেকটি অভিযানে এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সালমার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৯০ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়।
প্রেস কনফারেন্সে আরো বলা হয়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বামনা থানায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে বামনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :