ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে রাতভর অভিযান, ১১ আসামি গ্রেপ্তার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৪:২২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় এবং কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মোস্তাফিজের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে কামারখন্দ থানা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসিসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মো. আ. রাজ্জাক ওরফে টুটুল (৩৫), মো. হৃদয় শেখ (১৯), মো. আরিফুল ইসলাম (৪২), মো. জুলহাস শেখ (৫৮), মো. ফারুক ওরফে আমেদ আলী (৩৫), মো. মাইনুল ইসলাম (৫৫), মো. দুলাল হোসেন (৩২), মো. হেলাল মিয়া (৩৯), মো. রাশেদুল ইসলাম (২৮), মোহাম্মদ অভিষেক (১৬), এবং মো. আবির আহমেদ ওরফে সায়েম (১৭)।

এই অভিযানের আওতায় কামারখন্দ থানার ৭ই নভেম্বরের ৪ নম্বর এফআইআর এবং ২৬ জুলাইয়ের ১৮ নম্বর মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান জানান, "আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"