ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে রাস উৎসব শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৮:২১ পিএম

সিরাজগঞ্জে রাস উৎসব শুরু

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাধা গোবিন্দের রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আজ সন্ধ্যায় সিরাজগঞ্জের শিয়ালকোল মহাপ্রভু মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয় রাধা গোবিন্দের রাস উৎসব।

পরে পুজা অন্তে কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই রাস উৎসব। পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। এসময় শঙ্খ উলুধ্বনির ও বাদ্য বাজনার শব্দে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।

পুজা দিতে আসা ভক্তরা জানান, আজ কার্তিক মাসের পূর্নিমা তিথিতে ভবগান শ্রীকৃষ্ণ তার সকল ভক্তের মনোবাঞ্ছা পূরন করেছিলেন। তাই ভক্তের মনোবাঞ্ছা পূরনের জন্য সন্ধার পর থেকেই মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলের মধ্যে দিয়ে প্রার্থনা করছে সনাতনধর্মালম্বীরা। পৃথিবীর সকল অমঙ্গল কেটে পৃথিবী সুখ ও শান্তিতে ভরে উঠুক এমন চাওয়া পুজা দিতে আসা ভক্তদের।

শিয়ালকোল মহাপ্রভু মন্দিরের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক জানান, আমাদের শত বছরের ঐতিহ্যর শিয়ালকোল মহাপ্রভু মন্দিরে প্রতিবছরই উৎসবমুখর পরিবেশে রাধা গোবিন্দের রাস উৎসব পালন করা হয়। এবারও পালিত হচ্ছে।

ভগবান শ্রীকৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূরন করুক এজন্যই এমন আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। পরেমেশ্বর সকলের মঙ্গল করুক এমনই আমাদের প্রার্থনা।

আরবি/জেডআর

Link copied!