ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় গাছ পার্থেনিয়াম নিধন ও জনসচেনতা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৮:২৫ পিএম

কুষ্টিয়ায় গাছ পার্থেনিয়াম নিধন ও জনসচেনতা

ছবি: রূপালী বাংলাদেশ

একঝাঁক বিশেষজ্ঞ, অধ্যাপক, শিক্ষার্থী, সুধীজন এবং পরিবেশ বিজ্ঞানী দল, কুষ্টিয়ায় ল্যাটিন আমেরিকার বিষাক্ত গাছ পার্থেনিয়াম নিধন ও জনসচেনতা কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দিনব্যাপী এ কার্যক্রম করা হয়। কুষ্টিয়া শহর সন্নিকটের মহাসড়কের কানাবিল হতে ত্রিমোহনী পর্যন্ত এই গাছ অপসারণের উদ্যোগ নেয়া হয়।

লেখক-কলামিস্ট ও পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায় জানান, ল্যাটিন আমেরিকার বিষাক্ত গাছ পার্থেনিয়াম।এখন ছড়িয়েছে বাংলাদেশের আনাচে-কানাচেতে। এর ভয়াবহতা হলো, মানুষের শরীরে স্পর্শ করলে স্কিন ডিজিজ, গাছের রেণু নিসৃত: বিষাক্ত গন্ধ নিশ্বাসের মাধ্যমে জীবের তথা মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মারাত্মক-ভয়ঙ্কর ঝুকি তৈরী করে। ব্লাডের অক্সিজেন কমিয়ে দেয়। হাঁপানী ও এজমা রোগ হয়। ক্ষেতে পরাগায়ণে বাঁধা দেয়। বন্ধু কীটপতঙ্গ এই গাছের কাছে আসে না। ফলে ক্ষেতে উৎপাদন কম হয়।

পার্থেনিয়ামের জন্য  বিশেষ করে নারী এবং গৃহপালিত পশু ও কীটপতঙ্গের ঝুঁকি অধিকতর। এই গাছ নিধনে কুষ্টিয়ার এমকে সোস্যাল ওয়েলফেয়ার, পাইনিয়ার অগ্রগামী এবং রিসার্স সেন্টার এর উদ্যোগে একঝাঁক বিশেষজ্ঞ, অধ্যাপক, শিক্ষার্থী, সুধীজন এবং পরিবেশ বিজ্ঞানী দল কুষ্টিয়া শহর সন্নিকটের মহাসড়কের কানাবিল হতে ত্রিমোহনী পর্যন্ত এই গাছ অপসারণের উদ্যোগ নেয়। পাশাপাশি নতুন গাছের চারা রোপন করে। এ সময় অধ্যাপক অজয় মৈত্র, করিরুল ইসলাম, ইমাম মেহেদী, আব্দুস সাত্তার, আনোয়ার, খাইরুল ইসলাম, বন্ধন, পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়সহ অসংখ্য নির্মল পরিবেশ গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!