ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কাখানায় প্রায় ৯ মাস বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গত শুক্রবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তবে সার উৎপাদন শুরু হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।
সার কারখানা সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়। গ্যাস সংকটে গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
তখন পুনরায় গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনে নামেন কারখানার শ্রমিকরা। কয়েক দফায় মানববন্ধন করে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়। অবশেষে শুক্রবার থেকে গ্যাস সরবরাহ শুরু হয় কারখানায়।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর মেশিনগুলো চালু করা হয়েছে। তবে ইউরিয়া উৎপাদনে বেশ কয়েটি ধাপ অতিক্রম করতে হয়। ওই ধাপগুলো সম্পন্ন করে সার উৎপাদন শুরু হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
আপনার মতামত লিখুন :