ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জ জেলা কার্যকরী কমিটির সভা

সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের অধিকার আদায়ে কাজ করার আহবান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৬:৫৮ পিএম

সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের অধিকার আদায়ে কাজ করার আহবান

ছবি: রূপালী বাংলাদেশ

সমাজের সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের অধিকার আদায়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপির সামাজিক সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জে নবগঠিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১টা দিকে শহরের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে কমিটির প্রথম এ কার্যকারী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির অন্যান্য সদস্যরা।

এ সময় বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে সমাজের নিপীড়িত ও নির্যাতিত নারী ও শিশুদের অধিকার আদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানানিয়ে নারী ও শিশুর প্রতি ঘটে যাওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য : নারী ও শিশুদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ২০১৯ সালের ১৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে সামাজিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে নারী ও শিশু অধিকার ফোরাম। পরবর্তীতে জেলা পর্যায়ে গঠন করা হয় কার্যকারী কমিটি।

 


 

আরবি/জেডআর

Link copied!