ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৯:০৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ১০ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ ফজিলা খাতুন (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ গাংনী ক্যাম্প। আজ সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত ফজিলা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল মজিদের স্ত্রী।

মেহেরপুর সিপিসি-৩, র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম জানান, নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ফজিলা খাতুনকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফজিলা খাতুন পার্শ্ববর্তী আব্বাস উদ্দিনের পরিত্যক্ত রান্নাঘর থেকে ১০ কেজি ৮শ গ্রাম গাঁজার তথ্য স্বীকার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক স্থানে থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। আটককৃত ফজিলা খাতুন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।