ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মযমনসিংহে ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৯:৪৬ পিএম
চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল। ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের দুই বারের চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার। পুটিজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল (৪২) এলাকাবাসী ঝুলন্ত উদ্ধার করে।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাসা থেকে চেয়ারম্যানের স্ত্রী ঝগড়া করে চলে। গতকাল শনিবার দুপুরে দিকে পৌরসভার আমতলি বাসার দরজা ভেঙে দেখতে পায় চেয়ারম্যানের ঝুলন্ত লাশ। তার স্ত্রী সাথে প্রায় সময় ঝগড়া হত বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় ইউ ডি মামলা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।