ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বাঁশখালীতে কালীপুরের দুই কৃতি সন্তানকে নাগরিক সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০২:১৫ পিএম

বাঁশখালীতে কালীপুরের দুই কৃতি সন্তানকে নাগরিক সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের দুই কৃতি সন্তানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে কালীপুর নাগরিক কমিটি।

সংবর্ধিতরা হলেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

কালীপুর নাগরিক কমিটির আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েশের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আশরাফ হোসেনের সঞ্চালনায় কালীপুর নাসেরা খাতুন বালিকা স্কুল মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আলহাজ নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব জগলুল ইসলাম, বিশেষ মেহমান ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী আধুনিক হসপিটালের চেয়ারম্যান মাওলানা এনামুল হক, শিক্ষক মৃদুল কান্তি দাশ, শিক্ষক দুলাল হোসেন, শাহ আলম মৌলুদ ও অধ্যাপক শহিদ উদ্দিন।

এতে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ হাসান, শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, দিদারুল ইসলাম, সোলতানুল ইসলাম আনিস, নাফিজ মিনহাজ, শিহাব উদ্দিন, মসরুর হাবীব, ফকরুল ইসলাম ওসমান, আমান উল্লাহ, জহির উদ্দিন ও মামুনুর রশিদ।

সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক কমিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এলাকায় মানুষের কল্যাণে অতীতের ধারাবাহিকতায় কাজ করে যাবেন বলে জানান।

নাগরিক কমিটির সদস্যরা কালীপুর গ্রামের শিক্ষা সংস্কৃতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।

আরবি/জেডআর

Link copied!