ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মায়ের ওপর অভিমান করেই সন্তানের বিষ পান, অবশেষে মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে মায়ের ওপর অভিমান করে সাদিয়া খাতুন (১২) নামে এক শিশু বিষপানে আত্মহত্যা করেছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সাদিয়া উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

স্থানীয়রা জানায়, গত ১০ নভেম্বর মায়ের সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সাদিয়া। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে শিশুটি মারা যায়।