ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০১:২৪ পিএম

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

ফাইল ছবি

নওগাঁর ধামইরহাটে ট্রাক্টরের (মেসি) চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হারুনুর রশীদ (৪০) নামে একজন পল্লীবিদ্যুৎ কর্মচারী নিহত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী নামক এলাকার রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশীদ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের একজন কর্মচারী ছিলেন। সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার মৃত আব্দুর রহিম সরকারের ছেলে।

নিহত হরুনের সহকর্মীরা জানান, সোমবার সকালে নিজ বাড়ি থেকে চাকুরীর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ধামইরহাটে আসছিলেন হারুনুর রশীদ। পথে ঘোড়াবট কলোনী এলাকার রাস্তায় পৌচ্ছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার সংঘর্ষ বাঁধে। এতে টাক্ট্ররের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। এঘটনায় অবৈধ ট্রাক্টরের ঘাতক চালক ও হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, সড়ক ও পরিবহণ আইনে মামলা দায়েরের মাধ্যমে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতার প্রক্রিয়া চলছে।

আরবি/জেআই

Link copied!