স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট ব্যক্তি ইদানীং- হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন৷
তাঁরা হলেন সাহিত্যে মাসিক গল্পকার সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, শিশুসাহিত্যে খ্যাতিমান ছড়াকার ও লেখক জুলফিকার শাহাদাৎ, শিক্ষায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা লায়ন মো. মুজিবুর রহমান, সমাজসেবায় মানবিক চিকিৎসক ডা. মোহাম্মদ ওমর ফারুক।
ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র চট্টগ্রামের উদ্যোগে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি লেখক ও প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে গতকাল বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ববিভাগের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম।
পবিত্র কুরআন হতে তেলাওয়াত করেন ছড়াকার পথিক ইদ্রিস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক একেএম ফজলুল করিম চৌধুরী।
আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, কবি ও সাংবাদিক কমরুদ্দিন আহমদ, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক ও লেখক মুহাম্মদ জাফর উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ মুকুল, কফিল উদ্দিন দুলাল, জিতেন্দ্র লাল বড়ুয়া, সোহেল ফখরুদ্দীন, সৈয়দ খালেদুল আনোয়ার, আলী আসকর, হামিদুর রহমান, আলী প্রয়াস, মোস্তফা হায়দার, কিশোর ঔপন্যাসিক আরকানুল ইসলাম ও ত্রৈমাসিক নক্ষত্র সম্পাদক আবু ওবাইদা আরাফাত। ছড়া ও কবিতা আবৃত্তি করেন শফিকুর রহমান সবুজ, আবু ইউসুফ সুমন, কুতুবউদ্দিন বখতেয়ার ও আলাউদ্দিন কবির।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, হাবিলদার রজব আলী খাঁ আমাদের স্বাধীনতার অপর নাম। তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার তাঁর গৌরবজনক ভূমিকাকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করিনি। কালের আবর্তে আমরা তাঁকে ভুলতে বসেছি। সারাদেশে রজব আলীর সাহস ও কীর্তিকে আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।`
অনুষ্ঠানে বক্তারা গুণীজনদের স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন, একই সাথে বিপ্লবী হাবিলদার রজব আলী খাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পুরস্কার প্রবর্তনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :