ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ হাজেরা বেগম (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম।
ওসি শহিদুল ইসলাম জানান, “নিহতের বাবা ইউনুস আলী ১২ জনের নাম উল্লেখ এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্তের অংশ হিসেবে প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে হাজেরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
ওসি আরও বলেন, "এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চলছে।"
প্রসঙ্গত, ১৮ নভেম্বর, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর রূপপুর মোড়ে প্রিমিয়ার ব্যাংকের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মানিক। এ সময় ৮-১০ জন যুবক পায়ে হেঁটে এসে তার ওপর হামলা চালায়। তিনি দৌড়ে বাড়ির পেছনে গেলে সেখানেই তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
আপনার মতামত লিখুন :